আজকের আধুনিক সমাজে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে প্রযুক্তির সাহায্যে নিত্য নৈমিত্যিক  কাজে মানুষের কায়িক শ্রম অনেক কমে গেছে এবং মানুষ আরামে অভ্যস্ত হয়ে উঠেছে| এ এক অত্যন্ত স্বাভাবিক ঘটনা এতে অবাক হবার কিছু নেই বা একে সমালোচনারও কোনো সুযোগ নেই| এরকম তো হবারই ছিল, আর শহরের জীবনে অভ্যস্ত মানুষ গ্রামে ফিরে যাবে এমনটা আশা করাও উচিত নয়| তবু তর্কাতীত ভাবে বলা যেতেই পারে যে মানব শরীর কে সুস্থ্য রাখতে গ্রামীণ জীবনের শ্রমের কোনো বিকল্প নেই|শহুরে মানুষের আজ বাতের ব্যাথা আর্থারাইটিস বিভিন্ন রকমের স্পন্ডিলোসিস সর্বক্ষণের সঙ্গী হয়ে গেছে| তাই শহুরে জীবন বজায় রেখেই এর মোকাবিলা করার জন্য একটু meditation ও প্রত্যেক দিন যোগব্যায়াম করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য আর এই সমন্ধে বেশি কথা বলার দরকার নেই| তাই কালিন্দীর মানুষের সুস্বাস্থের স্বার্থে Bliss Tree Yoga Prana Vidya র সাথে যৌথ উদ্যোগে কালিন্দী এপার্টমেন্ট এসোসিয়েশন (KAOA) আগামী 18ই মার্চ 2023 B block central park এর পুজো মণ্ডপে একটি প্রোগ্রামের আয়োজন করেছে| এখানে বিনামূল্যে 'এনার্জি ট্রিটমেন্ট'-এর সাহায্যে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যার সমাধানের পথনির্দেশ দেওয়া হবে ও কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চিকিৎসার দিশা দেখানো হবে| বলাই বাহুল্য যে আজকের দিনে এইরকম  প্রোগ্রাম অত্যন্ত কার্যকরী ও সময়োপযোগী| আপনারা স্ব-প্রয়োজনে আসবেন ও এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করবেন এই আশা রাখি। 🙏🏼

Comments

Popular posts from this blog

Shravan Special

The 4th Day of Navratri: Worship of Maa Kushmanda